NU Honours Release Slip Apply 2019

NU Honours Release Slip Apply 2019 will be published after 20 October 2019. National University Honours 1st Year Admission process is running. All ready 1st merit list admission has been completed. Recently published 2nd Merit List and 1st Migration Results.

Maximum Students are not allowed this lists for admission. Because there Students GPA is very low for chance. There is a release slip application for them as a last chance.

Release Slip Application will start form 20 October 2019.

You will find out from this post how to apply honours release slip, how to get release slip National University, when apply start for release slip NU, How to online application for honours release slip 2019

NU Honours Release Slip Apply 2019

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন।

রিলিজ স্লিপ আবেদনের সময়ঃ ২০ অক্টোবরের পরে হতে পারে।

রিলিজ আবেদনে যেকোন ৫টি সরকারি বেসরকারি কলেজে আবেদন করা সুযোগ পাবে শিক্ষার্থীরা। রিলিজ স্লিপ ১ম ও ২য় ২ বার দিতে পারে।

রিলিজ স্লিপ আবেদনে আগের বিষয় চয়েজ ইচ্ছে করলে পরিবর্তন করা যাবে। তবে ৫ কলেজের নিচে দেয়া যাবে না, ৫টা কলেজ সিলেক্ট না করলে আবেদন সাবমিট হবেনা।

রিলিজ স্লিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • বাধ্যতামূলকভাবে ৫ টি কলেজের নাম দিতে হবে।
  • প্রতি কলেজে আলাদা আলাদা করে বিষয় চয়েজ দেয়া যাবে।
  • আগের কলেজে আবেদন করা যাবে।
  • এই আবেদনের কপি কলেজে জমা দিতে হবেনা।
  • রিলিজ স্লিপ আবেদনের জন্য কোন বোর্ড ফি দিতে হয়না।
  • এটা শুধু অনলাইনে আবেদন করলেই হবে।
  • রিলিজ আবেদন ১বার সাবমিট করার পর বাতিল করে ১বার সংশোধন করা যাবে।
  • রিলিজ স্লিপের আবেদন করার সময়ে অনলাইনে চেক করা যাবে কোন কলেজে কোন বিষয়ে কত আসন খালী আছে।
  • যে কলেজে বা যে বিষয়ে বেশী আসন খালী থাকবে সেটাতে করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
  • রিলিজ স্লিপে চাঞ্চ পেলে সেই বিষয়ে মাইগ্রেশন করা যায়না।
  • রিলিজ স্লিপ আবেদন করার আগে সব কিছু যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন।
  • আগে করলে আগে চাঞ্চ পাবেন রিলিজ স্লিপে এমন কিছু নেই, যার পয়েন্ট বেশি থাকবে সেই চাঞ্চ পাবে।
  • চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের মাঝামাঝি সময়ে আবেদন করার জন্য তাহলে সার্ভারে সমস্যা কম থাকবে।
  • ১ম রিলিজ স্লিপের পরে ২য় রিলিজ স্লিপের আবেদন করার সুযোগ দিতে পারে।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *