নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ BIWTA Job Circular 2023

BIWTA Job Circular 2023 has been published by authority. An Attractive job circular published the BIWTA Authority Job Circular 2023. Joining the smart and big Govt. service team of BIWTA Authority Job Circular 2023. BIWTA Authority Job Circular 2023 is now very dependable Govt. Service team in Bangladesh. BIWTA Job Circular 2023 related all information is found my website below.

BIWTA Authority Job Circular 2023 has been given below.

Job location: please see the job circular

job Nature: Full Time

Educational Qualification: please see the job circular

Age: please see the job circular

Total Post: please see the job circular

আরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই মাসেরঃ

নৌ-পরিবহন অধিদপ্তর

অন লাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১৯-০১-২০২৩খ্রিঃ এবং আবেদনের শেষ তারিখ ১৮-০২-২০২৩খ্রিঃ

নৌপরিরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌপরিবহন অধিদপ্তরের সম্পূর্ণ অস্থায়ী পদে নিম্নবর্ণিত চুক্তি ভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

ক্রঃ নঃপদের নাম ও বেতনস্কেলসাকুল্যে মাসিক বেতনপদের সংখ্যাবয়সসীমাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাআবেদন
১।কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী
চুক্তি ভিত্তিক সাকুল্যে বেতন
22,299/-০১টিঅনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসরউচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কমম্পিউটারে নিম্নলিখিত বিষয়গুলোর উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
1.Basics of operating system
2. Microsoft word
3.Microsoft XL
4.Microsoft Power Point & Microsoft Access এবং
5.কম্পিউটার কম্পোজে প্রতিমিনিটে গতি ইংরেজীতে ৪৫ এবং বাংলায় ৩০ শব্দ।
আবেদন করুন
২।অফিস সহায়ক
চুক্তি ভিত্তিক সাকুল্যে বেতন
19,625/-০১টিঅনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসরএস এস সি পাশ এবং অবশ্যই শারিরীক যোগ্যতা থাকতে হবে।আবেদন করুন

প্রয়োজনীয় শর্তাবলীঃ

 

১। চাকুরীর জন্য আবেদন ফরম প্রার্থী কর্তৃক নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd) প্রদত্ত “অভ্যন্তরীণ ই-সেবাসমূহ“এর নিচে “নিয়োগ বিজ্ঞপ্তি” লিংকের মাধ্যমে অনলাইন ফরম পুরণ পূর্বক দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১৯-০১-২০২৩খ্রিঃ তারিখ এবং আবেদনের শেষ তারিখ ১৮-০২-২০২৩খ্রিঃ তারিখ পর্যন্ত।

২। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৯-০১-২০২৩ খ্রিঃ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে (বীর মুক্তিযোদ্ধা / শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উক্ত তারিখ অনুসারে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত।

৪। সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৫। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ৩০০ x৩০০ পিক্সেল, ১০০ কিলো বাইট এর মধ্যে) ও প্রার্থীর স্বাক্ষর (৩০০ x৮০ পিক্সেল, ৬০ কিলো বাইট এর মধ্যে) যুক্ত করতে হবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ, বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র-কন্যা (প্রযোজ্য ক্ষেত্রে)  সনদপত্র স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

৬। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদন পত্র, প্রবেশ পত্র (রঙ্গিন প্রিণ্ট), আবেদনে দাখিলকৃত সকল সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধার /শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শনসহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া নূন্যতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্য পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা  পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোন সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৮। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

৯।  অনলাইনের নির্দেশ মোতাবেক শর্তাবলী অসম্পূর্ণ বা অপূর্ণ থাকলে আবেদপত্র অনলাইনে গৃহীত হবে না।

১০। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১। কোটা সম্পর্কিত সরকারী প্রচলিত নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

১২। পরবর্তী যোগাযোগের জন্য আবেদনকারীর বর্তমান/পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর আবেদন পত্রে যথাযথভাবে পূরণ করতে হবে। পরবর্তী সকল যোগাযোগ (নির্বাচন পরীক্ষার তথ্যাবলী) মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। তাই আবেদন পত্রে দেওয়া উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা বাঞ্ছনীয়।

১৩। অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র নিশ্চিত করে আবেদন সম্পন্ন করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে যাবে এবং উপরে দেওয়া  ‘ফি প্রদান’ মেন্যু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট পদ্ধতি (নগদ, বিকাশ, রকেট, অন্যান্য ব্যাংক পেমেন্ট) এর মাধ্যমে ফি জমা দিতে হবে। এছড়াও আবেদনকারী চাইলে আবেদন করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে নৌপরিরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd) প্রদত্ত ‘অভ্যন্তরীণ ই সেবা সমূহ ’ এর নিচে ‘নিয়োগ বিজ্ঞপ্তি‘ লিংকে দেওয়া অনলাইন সফটওয়ারের ‘ফি প্রদান’ মেনুতে গিয়ে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে।  ১নং আবেদনকারীদের ২০০/-(দুইশত) টাকা এবং সাথে সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে ২০/- (বিশ) টাকা এব অফিস সহায়ক পদের আবেদনকারীকে ১০০/-(একশত) টাকা, এর সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে ১০/- (দশ) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেওয়া যাবে। উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।

১৪। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ক্ষুদে বার্তায় (এসএমএস) জানিয়ে দেওয়া হবে। ক্ষুদে বার্তায় (এসএমএস) প্রদত্ত লিংক থেকে অথবা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd) প্রদত্ত ‘অভ্যন্তরীণ ই-সেবাসমূহ’ এর নিচে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ লিংকে দেওয়া অনলাইন সফটওয়্যারের ‘প্রবেশপত্র’ মেন্যুতে গিয়ে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে প্রবেশপত্র ডাউনলোড/প্রিন্ট করে নিতে হবে।

১৫। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।

১৬। অনলাইন আবেদনকালে কোন সমস্যা হলে 01810001190  নাম্বারে যোগাযোগ করা যেতে  পারে।

BIWTA Job Circular 2023

Application deadline: 21 March 2023

 

Application Deadline: 25-01-2023

Online Apply: http://dos.gov.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *