মহিলা সৈনিক Female Sainik Bangladesh Army Job Circular 2021

মহিলা সৈনিক Female Sainik Bangladesh Army Job Circular 2021 Recently Bangladesh Army Jobs circular published at www.joinbangladesharmy.mil.bd Bangladesh Senabahini job circular also update by jobshospital.mohonsworldnu.com . Army jobs circular in Bangladesh published by join bangladesh army official website. In Few days ago they noticed new jobs vacancy on there website. Now this Army Jobs circular original notice also update by our website. Lets check your BD army jobs short information.

Bangladesh Army Job Circular 2021- joinbangladesharmy.mil.bd

Bangladesh Sainik Jobs circular is an attractive jobs in our country. Most of the People find Army jobs from Bangladesh. Some people called this jobs as a”Bangladesh Senabahini Job”. Bangladesh Army Result, Exam Center, job salary, age limit are written below. So, Read below this jobs recruitment and apply if you are qualified.

Post Name : Please see the circular

Job Type : Government Jobs

Exam date : Please see the circular

official website : www.joinbangladesharmy.mil.bd

online Application Start Date : Please see the circular

Total Post : Please see the circular

Jab Nature : Full Time

Application deadline: 31 December 2021

মহিলা সৈনিক Female Sainik Bangladesh Army Job Circular 2021

মোবাইলে ম্যাসেজের মাধ্যমে মহিলা সৈনিক পদে আবেদন করার নিয়মঃ

আবেদনের জন্য টেলিটকের প্রিপেইড মােবাইলের মাধ্যমে এসএমএস করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের পর টেলিটক হতে প্রাপ্ত USER ID ও Password দিয়ে http://sainik.teletalk.com.bd ওয়েব সাইটে Login করে প্রবেশ পত্র Download করতে হবে। পরীক্ষার সময় ও তারিখ নির্ধারিত সময়ের ৭২ ঘন্টা পূর্বে এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। এছাড়াও প্রার্থী নিজেই টেলিটক মােবাইল হতে ৬৫৯৬ নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন।

এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী:

আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলাে টাইপ করে ১৬২২২ নম্বরে প্রথম এসএমএস করতে হবে ।

১। সাধারণ (জিডি) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএসঃ FSAINIK<space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE

উদাহরণঃ FSAINIK DHA 236098 2018 34 (ঢাকা বাের্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

২। বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএসঃ: FSAINIK<space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>BNCC

উদাহরণঃ FSAINIK DHA 236098 2017 34 BNCC (ঢাকা বাের্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৩। সেনাসন্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএসঃ FSAINIK<space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>SS

উদাহরণঃ FSAINIK DHA 236098 2017 34 SS (ঢাকা বাের্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

দ্বিতীয় এসএমএস: 

প্রথম এসএমএস এর পর যােগ্য প্রার্থীগণকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রেরণ করা হবে। পরবর্তীতে প্রার্থীগণ পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় এসএমএস করতে হবে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে বিধায় মােবাইল ব্যালেন্স ২০০/- টাকার অধিক থাকা আবশ্যক। 

দ্বিতীয় এসএমএস: FSAINIK<space>YES<space>PIN NUMBER<space>CONTACT MOBILE NUMBER and send to 16222 উদাহরণঃ FSAINIK YES 894098 01XXXXXXXXX and send to 16222

(প্রবেশপত্র প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য অনলাইন থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনাে প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না

৫। দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে। উক্ত USER ID ও Password এর মাধ্যমে প্রার্থীকে আবেদনের সাথে সাথে http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতঃ নিজস্ব প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবে। উল্লেখ্য, আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট নেয়া যাবে না।

৬। প্রার্থীর ৩০০ X ৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) Pixel এর রঙ্গীন ছবি আপলােড করতে হবে । ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হতে হবে।।

৭। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গােপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না ।

৮। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টার পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানাে হবে ।

৯। প্রার্থীর USER ID ও Password হারিয়ে / ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মােবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ অপ্রযােজ্য। তবে, পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ। টেলিটক এর ০১৫৫২১৪৬০৬০/0১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানাে হবে।

FSAINIK<space>HELP<space>SSC BOARD<space>ROLL<space>PASSING YEAR<space>DISTRICT CODE FSAINIK<space>HELP<space >PIN<space> PIN NUMBER send to 6596

উদাহরণ ঃ FSAINIK HELP DHA 236098 2017 ৩৪ অথবা FSAINIK HELP PIN 894098 ।

১০। এসএমএস ও অনলাইন সংক্রান্ত যেকোন ধরনের অনুসন্ধানের জন্য শুধুমাত্র টেলিটক মােবাইল হতে ১২১ নম্বরে কল করলে যেকোন তথ্য জানা যাবে।

আবেদন ও প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম ভিডিওতে দেখুন এখানে

মহিলা সৈনিক পদে আবেদন পদ্ধতি ও কি কি কাগজপত্র লাগবে দেখে নিন Army Sainik Job 2021

Hope You read carefully about Bangladesh Army jobs from jobshospital.mohonsworldnu.com . For Apply Assistane Foreman and Librarian post you have to visit there official at www.army.mill.bd. Apply Properly, Hopefully you will selected the next part and finally getting Bangladesh Army or Senabahini Jobs 2021. If you want to more information please to check daily job portal or there official website.

Army Jobs 2021

To get all types job circular news 2019 such as Bangladesh Senabahini jobs circular, government jobs, international jobs, private jobs, bank jobs, public exam or private exam result, career guidline, exam suggetion etc. Hopefully you will done it correctly. Happy Apply & Don’t forget to share this post with your friends.

More Jobs:

Our Facebook Page Click Here, Facebook Group click here, YouTube Channel Click here Jobs Circular Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *