- Have you passed the SSC/Equivalent Examination in 2019?
- Your family is unable to bear your educational expences?
- Then you can apply for IBBL scholarship program.
- Application Start Date: 10-Oct-2019
- Application End Date: 31-Oct-2019
- You will get BDT. 2,000/month and BDT. 3,000/year for purchasing academic books and clothes.
- Students are advised to apply through the nearest branches of IBBL to their respective current Educational Institute.
- Click to see details circular: Please Click Here
- Click to see user guideline: Please Click Here
কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠাকাল থেকেই সামাজিক দায়বদ্ধতার আওতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৪.৫) প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নিকট হতে অনলাইনে বৃত্তির দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আবেদনকারীর যােগ্যতা
১। উচ্চ মাধ্যমিক/সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে
২। অতি দরিদ্র ও মেধাবী হতে হবে যারা সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনাে উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা বিবেচিত হবেন না মুক্তিযােদ্ধার সন্তান হলে উল্লিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য বিশেষভাবে বিবেচনা করা হবে |
বৃত্তির পরিমাণ ও মেয়াদ
২ বছর মেয়াদী, মাসিক ২০০০ টাকা + পাঠ্য উপকরণ ও পােশাক পরিচ্ছদের জন্য বার্ষিক ৩০০০ টাকা
আবেদনের নিয়মাবলী:
শিক্ষার্থী নির্দেশিকা
০১। go to: https://scholarship.islamibankbd.com
০২। Click: Apply Now Link
০৩। নাম এবং যােগাযােগের মােবাইল নম্বর দ্বারা Registration করুন। (মােবাইলে Verification code যাবে, Verification code দিয়ে submit দিলে Password দেখাবে। Password টি মনে রাখতে হবে।)।
০৪। Click Student Login Link.
০৫।মােবাইল নম্বর, Password এবং Captcha দিয়ে Login করুন।
০৬।Click: Apply for HSC Scholarship Link.
০৭। Select District and Branch (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটবর্তি শিক্ষার্থী যেখান থেকে বৃত্তি পেতে ইচ্ছুক)।
০৮। এখন পর্যায়ক্রমে Personal Info, Family Info, sibling Details, Family Income Info,
Addresses, Scholarship & Institute Info, Academic Details, Documents Tab গুলাে পুরন করুন।
Final Submission এর পূর্ব পর্যন্ত প্রদত্ত Information edit করা যাবে।
০৯। সবগুলাে Tab পুরন করা শেষ হলে Final Submission এ ক্লিক করুন। এরপর Download করে Print Option-এ গিয়ে Print নিন। ১০। Print copy-তে উল্লেখিত স্বাক্ষরসহ, ২ কপি সদ্য তোলা পাসপাের্ট সাইজের ছবি, এস.এস.সি মার্কশিট, বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড এবং পিতা/মাতা/অভিভাবকের আয়ের সনদপত্রের ফটোকপি ইসলামী ব্যাংকের নির্দিষ্ট শাখায় নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন।
https://scholarship.islamibankbd.com এই ওয়েবলিংকে নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করতে হবে:
১। পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবির স্ক্যান কপি
২। এসএসসি/সমমান পরীক্ষার মার্কশিট
৩। পিতা/মাতা/অভিভাবকের আয়ের সনদপত্র.
৪।বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড
আবেদনের তারিখ: ১০-৩১ অক্টোবর ২০১৯ ওয়েবসাইটে আবেদনের প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় উল্লিখিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
চূড়ান্ত ফলাফল ওয়েবসাইট-এর মাধ্যমে প্রকাশিত হবে পাশাপাশি এখানে থেকেও জানতে পারবেন।
অন্যান্য শিক্ষাবৃত্তির সার্কুলার দেখুন এখানে