সরকারীভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগ South Korea Job Circular 2024 আগামী ০৪ মার্চ ২০২৪খ্রি. তারিখে সকাল ১০টা থেকে ৫ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪টার মধ্যে চাহিত তথ্য দাখিল করার জন্য অনুরােধ করা হলাে।
দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ভাষা পারদর্শী) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৪ সংক্রান্ত ১ম পর্বের বিজ্ঞপ্তি
সরকারীভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগ
কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৪ (লটারি) সংক্রান্ত নোটিশ:
ইপিএস-এর আওতায় ই৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে।
কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। পাসপোর্ট-এর মেয়াদ ০৪ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৩। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৪। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ মার্চ ৪, ১৯৮৫ থেকে মার্চ ৩, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৫। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৮। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
নিবন্ধন সংক্রান্ত তথ্য:
ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন: আগামী ৪ মার্চ ২০২৪ সকাল ১০টা থেকে ৫ মার্চ ২০২৪ খ্রি. বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ১২৪০০ (বার হাজার চারশত)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)’তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
গ) লটারি: আগামী ৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী — ২০২৪ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী —– থেকে —- ২০২৪ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশ করা হবে। বিষয়টি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
বোয়েসেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
-
চাকরীর ডাক পত্রিকা Chakrir Dak Potrika PDF
-
BRT New Job Circular বিআরটি নিয়োগ
-
পায়রা বন্দরে নিয়োগ Payra Port Authority PPA job circular
-
বাংলাদেশ সেনাবাহিনী Bangladesh Army Job
-
বিমানবাহিনী নিয়োগ Bangladesh Airforce New Job Circular
কোরিয়ান লটারী ২০২৪ South Korean Lottert 2024
Korean Lottery PDF Notice 2024
mrazam.bagha104@gmail.com
Hi brother call me 01909333594
I want to job in korea
Sir – next আবার কবে
আবার শুরু হলে এই ওয়েবসাইটে দেয়া হবে। মাঝেমধ্যে চেক করলেই জানতে পারবেন।
কোরিয়ার ভাষা শিখা লাগবেই নাকি না শিখে ও যাওয়া যাবে?
I want job
Please call me 008801743060425
I’m interested
আবেদন করুন
Ami job kobo
আবেদন শুরু হলে আবেদন করবেন।
Vaiya abar koba soro hoba apply.
এই পোস্টে জানাবো ভাই।
বিকাশে পে করার পর আবেদনের সময় শেষ হয়ে গেছে পেমেন্ট ব্যাক পাওয়ার কোন সুজুগ আছে? বা আবেদনের সময় কি বাড়ানো হবে,